বগুড়া প্রতিনিধি :
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সদস্য পদ থেকে আলফাজ হোসেনকে বহিস্কার করা হয়েছে। তিনি বগুড়া সদর ইউনিয়নের পশ্চিমপালশা গ্রামের আফজাল হোসেনের ছেলে।
তার বিরুদ্ধে বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যন্য নেতৃবৃন্দকে বিভিন্ন অশ্লিল ভাষায় গালিগালাজ, সংগঠনের বিভিন্ন কাজে বিঘ্ন ঘটানো ও বিভিন্ন কারখানায় যেয়ে সাধারণ সদস্যদের মাঝে সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিস্কার করা হয়।
মঙ্গলবার (০১ জুন) বিকেলে বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠুর স্বাক্ষরিত এক দলীয়পত্রে এতথ্য জানানো হয়েছে।