সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দোগাছিয়া গ্রামে ৫ ভাইয়ের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে অবসর প্রাপ্ত পুলিশ সদস্য মোঃ আজমল হুদা বুলু (৬৬) কে মারপিট করে অর্থ ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় ওই সাবেক পুলিশ সদস্যের ছেলে বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার দোগাছিয়া গ্রামের মৃত: খয়েরুল্লাহ মন্ডল এর ৪ স্ত্রীর ৬ সন্তানের মধ্যে দীর্ঘদিন থেকে জমা-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এর এক পর্যায়ে গত মঙ্গলবার দূপূর আড়াইটাই তার ভাই শাহের আলম (৫৮), কামরুল হুদা (৬৬) ও তার ভাতিজা নাইম হোসেন (২৫) এবং তার ভাবী মালেকা বেগম ও নাহার বেগম সহ অজ্ঞাতনামা ৪/৫ জন তার পথরোধ করে তাকে এলোপাথারী মারপিট করে প্রায় ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় আহত বুলুর ছেলে জুলফিকার ফেরদৌস বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।