এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু উপজেলায় সড়ক দূর্ঘটনায় পিষ্ট এক মহিলার বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালুর নারহট্র মধ্যাপাড়া সংলগ্ন ডি কে অটো রাইস মিলের সামনে থেকে ওই মহিলার লাশ উদ্ধার করা হয়।
কাহালু থানার সেকেন্ড অফিসার এসআই মো: আবু শাহিন কাদির জানান, রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা এক মহিলা গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। দূর্ঘটনায় ওই মহিলার নাড়ীভুড়ি ও পা উদ্ধার করে ময়না তদন্ত শেষে বেওয়ারিশ লাশ হিসেবে বগুড়ার আঞ্জুমান কবরাস্থানে দাফন করা হয়েছে। তবে এপর্যন্ত ওই মহিলার কোন সন্ধান মেলেনি।