অনুসন্ধানবার্তা ডেস্ক :
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে মুনতাজ আলী (৫০) নামের এক ব্যক্তি নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার হাসিমপুরের বাঁখই মোহাম্মদপুর গ্রামে।
মুনতাজ আলীকে আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মুনতাজ আলী উপজেলার হাসিমপুরের বাঁখই মোহাম্মদপুর গ্রামের মুঞ্জল মণ্ডলের ছেলে।
প্রতিবেশিরা জানান, মুনতাজ আলীর স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে বাড়ির পাশের একজন নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগ তোলেন। কিন্তু মুনতাজ আলী তার বিরুদ্ধে পরোকীয়ার অভিযোগ অস্বীকার করেন। এবিষয় নিয়ে তাদের ঝগড়া হয়। এক পর্যায়ে মুনতাজ আলী লজ্জায় ও অভিমান করে ধারালো ছুরি দিয়ে নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেন।
হাসপাতালের এক চিকিৎসক জানান, মুনতাজ আলীর পুরুষাঙ্গের ১২ শতাংশ কেটে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।