শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদী থেকে নিষিদ্ধ ২৫টি চায়না জাল আটকের পর আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
শনিবার (১২ জুন) কাজিপুর থানা পুলিশের সহযোগিতায় মৎস্য কর্মকর্তা আতাউর রহমানের নেতৃত্বে যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের ২৫টি চায়না জাল আটক করা হয়। পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মৎস্য কর্মকর্তা আতাউর রহমান জানান, ইতিপূর্বে নদীতে মাইকিং করে এবং জেলেদের কে অফিসে ডেকে এনে এসব নিষিদ্ধ জাল ব্যবহারে সতর্ক করে দেয়া হয়েছিল। কিন্ত জেলেরা নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার অব্যাহত রাখায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।