শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শেরপুর উপজেলার আওলাকান্দি গ্রামে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৩ বছর বয়সের এক শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। শিশুটি বগুড়া শজিমেক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় ধর্ষক রাব্বি (১৮) পলাতক রয়েছে বলে জানা গেছে।
জানা যায়, বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে উপজেলার সুঘাট ইউনিয়নের আওয়লাকান্দি নয়াপাড়া গ্রামে ৩ বছর বয়সের এক শিশু বাড়ির সামনে খেলা করছিল। এ সময় একই এলাকার আশরাফ হোসেনের ছেলে রাব্বি ইসলাম তাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির নিকটবর্তী খালের পাড়ের একটি মুরগীর খামারের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষন করে।
শিশুটির চিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে শিশুটিকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
বর্তমানে শিশুটি শজিমেকের গাইনী বিভাগে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় পলাতক ধর্ষক রাব্বিকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসি।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম শহিদ বলেন, ধর্ষনের চেষ্টা হয়েছে বলে শুনেছি। তবে এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।