শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আতিকুর রহমান রিপন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই ব্যক্তি শিবগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোকলেছুর রহমান মুন্নুর ছেলে এবং সে ধাওয়াগীর প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্য প্রহরী কাম দপ্তরী পদে কর্মরত রয়েছেন।
জানা যায়, শিবগঞ্জ থানা পুলিশ শনিবার (১২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুজিয়া বন্দর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় আতিকুর রহমান রিপন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাসমত উল্লাহ বলেন, আটককৃত রিপন আহমেদ দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর কারাগারে প্রেরন করা হয়েছে।