সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে আটক করেছে র্যাব।
রোববার (১৪ জুন) রাত সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার বিলহামলা দক্ষিণপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, শিবগঞ্জ উপজেলার উত্তর বিলহামলা এলাকার ফারাজ হোসেনের ছেলে আমজাদ হোসেন (৪২), তাজুল ইসলামের ছেলে সুমন ইসলাম (৩১), খালেক প্রামানিকের ছেলে নাজির প্রামানিক (৩৯), মৃত আঃ জলিলের ছেলে জুয়েল (৩৫), বিলহামলা এলাকার আজাহার আলীর ছেলে আঃ মান্নান (২৪), জামুরহাট বড়াল এলাকার মৃত রবি চন্দ্র ভৌমিকের ছেলে মঙ্গল চন্দ্র ভৌমিক (৩৫), বিলহামলা এলাকার এজাজুল হকের ছেলে সোহেল (২৪), বিলহামলা নয়াপাড়ার বেলাল মিয়ার ছেলে মনজু মিয়া (২৮), বুড়িগঞ্জের পরেশ শাহের ছেলে নয়ন শাহ (৩২), বিলহামলা নয়াপাড়ার বুলু মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩৫), উত্তর বিলহামলা এলাকার মৃত শমসেরের ছেলে শামীম (২৫) এবং বিলহামলা দক্ষিণপাড়া এলাকার মৃত আঃ সামাদের ছেলে তাজুল ইসলাম (৬০)।
বগুড়া র্যাবের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুয়াড়িকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি, ১৬টি সীমকার্ড ও ১১টি মোবাইল এবং নগদ ১৮ হাজার টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।