স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট থানা পুলিশের আয়োজনে নারী নির্যাতন, বাল্য বিবাহ, ইভটিজিং ও চুরি-ছিনতাই প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুন) উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা বাজারে উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা।
উঠান বৈঠকে আরোও বক্তব্য রাখেন, ধুনট থানার এএসআই রতন কুমার বর্মণ, নিমগাছি ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জেল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েল, নিমগাছি ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর হোসেন, আওয়ামীলীগ নেতা জাহিদুল ইসলাম, আশাদুল ইসলাম, আতাউর রহমান, মুঞ্জিল ইসলাম মাছুম, জহুরুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।