শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মামুরশাহী গ্রামের পশ্চিমপাড়া এলাকা থেকে গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হলেও মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, ঢাকা-বগুড়া মহাসড়কে মহিপুর এলাকায় শেরপুর থানার এসআই রবিউল সঙ্গীয় ফোর্স নিয়ে ডিউটি করা কালীন সময়ে একটি নম্বর বিহীন স্টাইকার মোটরসাইকেলে ২ জন আরোহী আসছিল। এ সময় তাদের সন্দেহ হলে এসআই রবিউল ইসলাম ফোর্সসহ তাদের ধাওয়া করে। মাদক ব্যবসায়ীরা পুলিশী তৎপরতা টের পেয়ে হামছায়াপুর সড়ক দিয়ে টোলা হয়ে মামুরশাহী রোডে য়ায়। তখন এসআই রবিউল জনগের সহায়তা তাদের ধাওয়া করলে তারা মামুরশাহী পশ্চিম পাড়া কবরস্থান এলাকায় রাস্তার উপর ব্যাগ ও মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে শেরপুর থানার এসআই রবিউল ইসলাম জানান, জনগনের সহযোগিতায় একটি কালো ব্যাগ ও মোটরসাইকেল উদ্ধার করি। তখন জনগনের সামনে ব্যাগটি খুলে ৩টি প্যাকেটে ১৫ কেজি গাঁজা পাওয়া যায়।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম জানান, এঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।