এমএ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার কাহালু উপজেলায় ৫টি গাঁজার গাছ সহ হানিফ মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হানিফ মিয়া উপজেলার জামগ্রাম ইউনিয়নের পানাই গ্রামের আব্দুল জোব্বারের ছেলে।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমবার হোসেন জানান, গ্রেফতারকৃত হানিফ মিয়া তার বাড়ির অঙ্গিনায় ৫টি গাঁজার গাছ রোপন করে পরিচর্চা করে আসছিল। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজার গাছ সহ তাকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।