সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জে ২০ টাকা দেওয়ার কথা বলে কৌশলে বাড়ির ছাদে ডেকে নিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শুভ (২৪) নামে আটক করেছে পুলিশ।
আটককৃত ওই যুবক উপজেলার কিচক ইউনিয়নের মল্লিকপুর ঠাকুরপাড়া গ্রামের শহিদুল ইসলাম এর ছেলে এবং সে একজন সিএনজি চালক।
পুলিশ জানিয়েছে, শুক্রবার (১৮ জুন) সন্ধ্যায় শুভ তার পাশ্ববর্তী বাড়ির এক প্রবাসীর নয় বছর বয়সের কন্যা শিশুকে তার নিজ মাটির বাড়ির ২য় তলায় ২০ টাকা দেয়ার কথা বলে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুর চিৎকারে লোকজন ছুটে এসে শিশুটিকে ধর্ষণের হাত থেকে রক্ষা করে।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্ত সিএনজি চালককে গ্রেফতার করা হয়েছে।