বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই নারীসহ আরও ৫ জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, বগুড়া সদরের আলহাজ্ব মান্নান (৭০), নওগাঁ জেলার রানীনগর এলাকার কোহিনুর (৪০), জয়পুরহাট জেলার কালাই এলাকার জাহেদা বিবি (৪০), নওগাঁ জেলার আত্রাই এলাকার শেখ তারেক (৬১) এবং নওগাঁর মান্দা এলাকার আসাদুল হক (৬৫)।
এদের মধ্যে মান্নান ও কোহিনুর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে, জাহেদা সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে এবং তারেক ও আসাদুল টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এছাড়া এক দিন আগে করোনায় আরও ৩ জন ব্যক্তি মারা গেছেন। এই নিয়ে বগুড়া জেলায় গত ৬দিনে ২১ জনের মৃত্যু হয়েছে।
ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহীন এতথ্য নিশ্চিত করে জানান, ২০ জুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৯৫ টি নমুনায় ৭৭ জনের পজিটিভ এসেছে। টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৪ নমুনায় ৭ জন করোনায় পজিটিভ হয়েছেন।
তিনি আরও জানান, জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ৯৫৬জন এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ২১১জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৫ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৩৫০ জনে। এছাড়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৯৫ জন।