স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বগুড়ার ধুনট উপজেলা আওয়ামীলীগ। কর্মসূচি পালনে বুধবার (২৩ জুন) সকাল ১০টার দিকে ধুনট উপজেলা পরিষদের সামনে আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান জানানো হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) রাতে ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মহসীন আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।