এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো- গাবতলী উপজেলার প্রথমার ছেও খাঁপাড়া এলাকার খোকা প্রামানিকের ছেলে হাফিজুল রহমান ওরফে জাকিরুল (২৭) ও একই উপজেলার মধ্যেমার ছেও গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে আশরাফুল হক (২৯)।
বগুড়ার কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আমবার হোসেন (আইজিপি পদকপ্রাপ্ত) জানান, সোমবার রাতে উপজেলার জামগ্রাম ইউনিয়নের পরিশেষ গ্রামস্থ মালঞ্চা টু জামগ্রাম রাস্তায় ব্রীজের উপর তল্লাশী করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।