স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়া ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো- বগুড়া জেলার সদর থানাধীন দক্ষিন গোদারপাড়া এলাকার মৃত কিয়াম উদ্দিনের ছেলে রুহুল আমিন (৪৫) ও সোনাতলা থানাধীন নুরার পটল দক্ষিনপাড়া এলাকার হায়বত ওরফে হাপোর ছেলে আঃ কাদের (৫৮)।
বগুড়া ডিবির ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। সোমবার (২১ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে মঙ্গলবার (২২ জুন) সকালে পৃথক অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ১ কেজি গাঁজা সহ আঃ কাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।