সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব,ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
বুধবার (২৩ জুন) কর্মসূচীগুলোর মধ্যে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, দেড় সহস্রাধিক বৃক্ষ রোপণ ও বৃক্ষ বিতরণ। দুপুর ১২ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আজিজুল হক। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ লতিফ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ আব্দুল মান্নান শেখ, উপজেলা যুবলীগের সভাপতি আঃছাত্তার, ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে মাঝিহট্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ গফুর, উপজেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান লিমন।
এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান ওয়েল, আইন বিষয়ক সম্পাদক এ্যাড মোখলেছার রহমান,প্রচার সম্পাদক আঃ মজিদ মহুরী, ময়দানহাট্টা ইউনিয়ন আ.লীগের সভাপতি মেজবাউল আলম,সাধারণ সম্পাদক আপেল আহম্মেদ মেহেদুল, কিচক ইউনিয়ন আ’লীগের সভাপতি মোশাররফ হোসেন, আটমুল ইউনিয়ন আ.লীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান,পিরব ইউনিয়ন আ.লীগের সভাপতি আলহাজ্ব শাহজাহান আলী,সাধারণ সম্পাদক আলহাজ্ব শহীদুল ইসলাম , মাঝিহট্ট ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আঃ মান্নান বিহার ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ঠান্ডা,
রায়নগর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মটু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোখলেছার রহমান মুন্নু, দেউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক তাতন চাকী,জাহাঙ্গীর হোসেন জুয়েল, পৌর যুবলীগের সভাপতি আজিজুল হক মিলন,যুবলীগ নেতা হুসাইন আলী মনা, আলী হাসান শুভ সহ ১২ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।