সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জুয়া খেলার অপরাধে ৪ জুয়াড়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম সম্পা গড়মহাস্থান হযরত শাহ সুলতান বলখী (রঃ) মাজার এলাকার দুধপাথর ভিটার বটগাছের পশ্চিমপার্শ্বে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে এ অর্থ দন্ড প্রদান করেন।
অর্থ দন্ডপ্রাপ্তরা হলেন, গড়মহাস্থান গ্রামের মৃত ছকমল খাঁ এর ছেলে আরিফুল ইসলাম (২৫), একই গ্রামের মৃত গোরাফ আকন্দ এর ছেলে বাবুল আকন্দ (৪০), আব্দুস সামাদ এর ছেলে রুহুল আমীন (২৮) ও মৃত ইয়াজ উদ্দীন এর ছেলে কদম (২৬)।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা বলেন, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীগণের সাক্ষ্য এবং অভিযুক্তি ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে জুয়া আইনে প্রত্যেককে ১শত টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে এবং তাদেরকে সর্তক করে দেওয়া হয়েছে।