নাজমুস সাকিব আপেল, অনুসন্ধানবার্তা :
বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক খলিল আহমেদের সভাপতিত্বে আরডিএ’র অডিটোরিয়ামে ‘হাওরাঞ্চলের জীবিকার জন্য সমন্বিত কৃষি উন্নয়ন‘ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুন) সকাল ১০ ঘটিকায় কর্মশালা পরিচালক ড. শেখ মেহদী মোহাম্মদ এর স্বাগত বক্তব্যর মধ্যেদিয়ে উক্ত কর্মশালা শুরু হয়।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুস সালাম ও বাকৃবি’র পশু পুষ্টি বিভাগের অধ্যাপক ড. খান মোহাম্মদ সাইফুল ইসলাম।
মূখ্য আলোচক হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ আবুল কাশেম।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল আবেদীন, কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান সরকার ও কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ তাজ উদ্দিন।
কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে যুক্ত হয়ে মুক্ত আলোচনায় অংশ নিয়ে মতামত দেন গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দ।
কর্মশালা সমন্বয় করেন আরডিএ বগুড়ার উপ পরিচালক মাশরুফা তানজীন ও সহকারী পরিচালক মৌপিয়া আবেদীন।
এছাড়া কর্মশালায় আরডিএ বগুড়ার অনুষদবর্গ, কর্মকর্তাবৃন্দ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।