সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সোহাগ মিয়া (২৫) নামে এক মাদক ব্যবাসীকে আটক করেছে পুলিশ।
আটককৃত ওই মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার চাকলমা গ্রামের জবেদ আলীর ছেলে।
জানা যায়, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম এর নিদের্শনায় গোপন সংবাদের ভিত্তিতে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রিপন মিয়া সহ সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার মোকামতলা এলাকার শংকপুর গাছুয়া পাড়া গ্রামের জনৈক বেগুন এর পুকুরপাড়ের রাস্তার উপর অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে এক যুবক পালানোর চেষ্টা কালে পুলিশ তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।