সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
করোনা ভাইরাস থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বাসিকে বাঁচানোর জন্য উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা সোমবার উপজেলার মোকামতলা, মহাস্থান, আমতলী, শিবগঞ্জ সদর সহ বিভিন্ন বন্দরে হ্যান্ড মাইক দ্বারা সর্তকতামুলন প্রচারনা চালিয়েছেন।
এসময় তিনি বলেন, করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে সরকারি নিদের্শনা মেনে ঘরে অবস্থান নেওয়ার জন্য। যারা বিনা প্রয়োজনে ঘর হতে বের হয়ে অযথা চলাফেরা করবে এবং সরকারি নিদের্শনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইতিপূর্বে তিনি শিবগঞ্জ উপজেলা বাসীকে সুরক্ষিত রাখতে, উপজেলা সীমান্তবর্তী ৭টি ইউনিয়নের প্রবেশ পথে বাঁশ দিয়ে বেড়া দিয়েছেন। যাতে করে মহামারী করোনা ভাইরাসের উর্দ্ধমুখী প্রবণতা প্রভাব ফেলতে না পারে।