শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
চাচা শশুর কে চিকিৎসা করাতে গিয়ে লাশ হয়ে ফিরতে হলো স্কুল শিক্ষিকা হাফিজা বেগমকে (৫০) কে। ঘটনাটি ঘটেছে বুধবার (৩০ জুন) সকাল সাড়ে ১০ টায় সিরাজগঞ্জ সদর উপজেলার রতন কান্দি ইউনিয়নের ভেওয়ামারা নামক স্থানে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন চাচা শশুর আয়নাল হক কে চিকিৎসার জন্য সিএনজি যোগে সিরাজগঞ্জে যাচ্ছিল।
পথিমধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ভেওয়ামারা নামক স্থানে তাদের সিএনজিটি কাঁদা পানিতে পড়ে গেলে দূর্ঘটনার আশংকায় হাফিজা বেগম সিএনজি থেকে লাফ দিয়ে নিচে পড়ে। এসময় বিপোরীত দিক থেকে আসা একটি ট্রাক হাফিজা বেগমকে চাপা দিলে তিনি গুরতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বগুড়া নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। হাফিজা বেগম কাজিপুর উপজেলার পলাশবাড়ি উত্তরপাড়া সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। তিনি আলমপুর গ্রামের মৃত জাহাঙ্গির আলমের স্ত্রী।