স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনটে উফশী রোপা আমন ও হাইব্রিড রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ জুন) দুপুরে উপজেলার ৬০০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চয় কুমার মহন্ত।
ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শ্রী বিমল চন্দ্র সরকার, জুয়েল হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আরিফুর রহমান প্রমূখ।