এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বুধবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো: মাছুদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ লালু, রওশন আকতার, কাহালু উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার ধীমান ভূষন, রাকিব হাসান, উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার রায়, কাহালু মডেল প্রেস ক্লা্েবর সাধারণ সম্পাদক এম এ মতিন সহ উপ-সহকারি কৃষি অফিসারবৃন্দ ও কৃষকবৃন্দ।
উল্লেখ্য, উফসী রোপা আমন উৎপাদনের জন্য ৪৬০ জন কৃষক প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমএপি সার এবং হাইব্রীড রোপা আমন উৎপাদনের জন্য ১৪০ জন কৃষক প্রত্যেককে ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমএপি সার প্রদান করা হয়।