স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট পৌর সভার ২০২১-২০২২ অর্থ বছরে ১৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৭৬ টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ জুন) দুপুরে পৌর সভার হল রুমে সম্ভাব্য আয়-ব্যায়ের বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্।
পৌর কাউন্সিলর আলী আজগর মান্নানের সভাপতিত্বে বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা সমাজ সেবা র্কমকর্তা আব্দুল্লাহ আল কাফী, পৌরসভার সচিব শাহিনুর ইসলাম, পৌর কাউন্সিলর মুঞ্জিল হোসেন আকন্দ, রঞ্জু মল্লিক, বাবুল আকতার, সেলিম রেজা রিমান প্রমূখ।