শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আমন ধানের উচ্চ ফলনশীল হাইব্রীড ও উফশী জাতের ধান বীজ ও সার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, কৃষি কর্মকর্তা রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শূভজিৎ রায়, কাজিপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু প্রমূখ।
কর্মসূচির আওতায় ৩২০ জন কৃষককে ৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি ড্যাপ সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।