অনুসন্ধানবার্তা ডেস্ক :
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে জঙ্গিবাদ এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। বড় ধরনের হামলা চালানোর কোনো সক্ষমতা নেই জঙ্গি সংগঠনগুলোর। দেশের বাইরে থেকে দুইজন জঙ্গি সদস্য দেশের অভ্যন্তরে জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।
বৃহস্পতিবার (০১ জুলাই) হলি হার্টিজানে জঙ্গি হামলার ৫ বছর উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সিটিটিসি ইউনিট প্রধান মো. আসাদুজ্জামান বলেন, ‘হলি আর্টিজানে জঙ্গি হামলায় যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। ইতোমধ্যে আদালত রায় দিয়েছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিটিটিসির যুগ্ম কমিশনার ইলিয়াস শরীফ ও উপ-কমিশনার আব্দুল মান্নান।