জাফরুল সাদিক, সারিয়াকান্দি (বগুড়া) থেকে :
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় আশিকুর রহমান শুভ (২১) নামে এক কলেজ ছাত্র নিখোঁজের ১ মাসেও সন্ধান মেলেনি। এব্যাপারে সারিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ কলেজছাত্র আশিকুর রহমান শুভ (২১) উপজেলার কুতুবপুর ইউনিয়নের ছোট কুতুবপুর গ্রামের আয়েশা আক্তার শিল্পীর ছেলে।
নিখোঁজ কলেজ ছাত্র শুভর মা আয়েশা আক্তার জানান, শুভ চন্দনবাইশা ডিগ্রি কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির ছাত্র। মহামারি করোনা শুরু হলে কলেজ বন্ধ থাকায় আমার ছেলে অন্যান্যদের সাথে মিশতে শুরু করে। সে সকালে বাড়ি থেকে বের হয়ে যেত, আর অনেক রাতে বাড়িতে আসত। এ বিষয়ে তাকে অনেক শাসন করেও কোনো কাজ হয়নি।
শুভ গত ২ জুন সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য স্থান গুলোতে খুঁজে তাকে আর পাওয়া যায়নি। পরে উপায় না পেয়ে ৪ জুন সারিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে মামলার দায়িত্বে থাকা চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মো. রুবেল উদ্দিন জানান, নিখোঁজ শুভকে খুঁজে বের করতে আমরা কাজ করছি।