জাফরুল সাদিক, সারিয়াকান্দি (বগুড়া) থেকে :
বগুড়ার সারিয়াকান্দিতে করোনা ভাইরাসে কর্মহীন বিভিন্ন শ্রেণি পেশার ৪০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (০৫ জুলাই) সকালে পৌরসভা এলাকায় খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি।
সারিয়াকান্দি পাবলিক মাঠে করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রেখে প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি সয়াবিন তেল, ১কেজি চিনি, ১ কেজি ডাল ও ১ কেজি লবন দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মিলন, খোরশেদ, বজলার, রনি, মামুনুর রশিদ, মুনজু মিয়া, সিতাবুল, সুফল, রাবুসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।