স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নে করোনা ভাইসারের কারনে লকডাউনে ক্ষতিগ্রস্থ ও কর্মহীন দিনমজুর মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৫ জুলাই) দুপুরে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো।
এসময় উপস্থিত ছিলেন, চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের সচিব কামরুল হাসান, ধুনট উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, চৌকিবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহীন আলম, জাকারিয়া, ফারাইজুল ইসলাম প্রমূখ।