এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
মঙ্গলবার দুপুরে বগুড়ার কাহালু পৌর এলাকায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নিজস্ব অর্থায়নে রিক্রা ও ভ্যান চালকদের মাঝে মাস্ক ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
মাস্ক ও নগদ অর্থ প্রদান করেন কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মো: আব্দুল হাকিম, আওয়ামীলীগ নেতা আবুল কাশেম, শাফিকুল ইসলাম শফিক, মোহাম্মাদ আলী, রাজন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার প্রামানিক, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদুর রহমান, উপজেলা মৎস্যজীবি লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম জুয়েল সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।