এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালুর পাইকড় ইউনিয়ন পরিষদে করোনাকালিন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নগদ অর্থ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০৬ জুলাই) সকালে ৬০০ জন কর্মহীন ও অসহায় মানুষের মাঝে অর্থ বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ও উপজেলা নির্বাহি অফিসার মো: মাছুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুর রশিদ, পাইকড় ইউ পি চেয়ারম্যান মো: মিটু চৌধুরী, ইউপি সচিব তাজুল ইসলাম, ইউপি সদস্য জাকিয়া সুলতানা মিষ্টি, আঞ্জুয়ারা বেগম, শেফালী বেগম, হাফিজার রহমান বোস্তামী, আলীনুর আহসান পাপ্পু, সোলাইমান আলী, ওমর আলী, আজমল হোসেন, সৈয়দ আলী, খোরশেদ আলম, মোসলেহ উদ্দিন, ছরওয়ার কাজী সহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।