শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। লকডাউন শুরুর প্রথম থেকেই উপজেলা নির্বাহী অফিসারের ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুজ্জামান নয়নের নেতৃত্বে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। কঠোর লকডাউনের প্রথম দিন থেকে পলাশবাড়ী উপজেলা জুড়ে নিরলসভাবে তারা কাজ করছেন ।
ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বুধবার (৭ জুলাই) দিনব্যাপী পৌর শহরের বিভিন্ন এলাকায় তাদের এ দায়িত্ব পালন করতে দেখা যায়।
এসময় বাংলাদেশ সেনাবাহিনী পলাশবাড়ী উপজেলার দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন সাদিক, পলাশবাড়ী থানা পুলিশ ছাড়াও বিপুল সংখ্যাক সেনা সদস্য, পুলিশ সদস্য, স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ,গত ৭ দিনের লকডাউন বাস্তবায়নে পলাশবাড়ী উপজেলায় ২২টি মামলায় প্রায় ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।