এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যদের মাঝে সুদমুক্ত ঋণ ও আর্থিক অনুদানের নগদ টাকা বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা কর্মকর্তা মো: মাছুদুর রহমান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুদমুক্ত ঋণ ও আর্থিক অনুদানের নগদ টাকা বিতরণ করেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন কাহালু ও নন্দীগ্রাম উপজেলার ফিল্ড সুপার ভাইজার আলহাজ্ব মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন, ইসলামিক ফাউন্ডেশন কাহালু রিসোর্স কাম সেন্টার এন মডেল কেয়ারটেকার আব্দুল বারী আকন্দ, সাধারণ কেয়ারটেকার আব্দুল বারী সহ উপজেলার ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, কাহালু উপজেলার ২ জন ইমাম ও মুয়াজ্জিনকে ১২ হাজার টাকা করে মোট ২৮ হাজার টাকা সুদমুক্ত ঋণ এবং ৯ জন ইমাম ও মুয়াজ্জিনকে ৪ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকার আর্থিক অনুদানের এককালিন নগদ টাকা প্রদান করা হয়।