বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৪ জন। গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
মঙ্গলবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন ব্রিফিংয়ে এতথ্য নিশ্চিত করেন।
করোনা ভাইরাসে মারা যাওয়া ৫ জনের মধ্যে ২ জন বগুড়ার এবং বাকি ৩ জন অন্য জেলার বাসিন্দা।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- নওগাঁর ইসমাইল (৬০) ও জাহানারা (৬০), জয়পুরহাটের রাবেয়া (৬০), বগুড়ার শাজাহানপুরে রনজিদা বেগম (৪৮) এবং সদরের রুমানা বেগম (৩৮)।
এদের মধ্যে ইসমাইল, জাহানারা ও রাবেয়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে, রনজিদা সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে এবং রুমানা বেগম টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ডা: মোস্তাফিজুর রহমান তুহিন জানান, করোনা ভাইরাসে জেলায় নতুন করে আরও ১৪৪ জন আক্রান্ত হয়েছেন।