এম.এ রাশেদ, স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ায় পাথর বোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিপন আহমেদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত রিপন বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের ভবানীগঞ্জ গ্রামের দুলাল মন্ডলের ছেলে এবং সে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মাস্টার্সের শিক্ষার্থী।
নিহতের পরিবার ও স্থানীয়সূত্রে জানাযায়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় রিপন বগুড়ার একটি বেসরকারি সিকিউরিটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। মঙ্গলবার সকালে কাজে যাওয়ার জন্য মোটরসাইকেল যোগে বাড়ি থেকে রওনা দেয়।
পথিমধ্যে গোকুল ইউনিয়ন পরিষদের সামনে একটি পাথর বোঝাই ট্রাক (কুষ্টিয়া-ট-১১-১৩৯৩) মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিপন ছিটকে সড়কে পড়ে গেলে ওই ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পরে ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।
মৃত্যুর ঘটনা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে।