এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
লকডাউনের ১১ দিনে বগুড়ার কাহালু উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কখনো সেনাবাহিনী, কখনো পুলিশ, কখনো বিজিবি আবার কখনো আনসার বাহিনীকে সঙ্গে নিয়ে ব্যাপক সচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: মাছুদুর রহমান।
কাহালুতে লকডাউনের ১১ তম দিন পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতে ৯৭ টি মামলায় ১ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং মুরইল বাসস্ট্যান্ডের ভূয়া দাঁতের ডাক্তার পি এম এমদাদুল হক মিলনকে ছয় মাস এবং করোনা কালিন সময়ে কাহালু সদর ইউনিয়নের মহেষপুর গ্রামে বাল্য বিবাহ সম্পন্ন করণে কার্য সম্পাদন এর চেষ্টা করায় বাল্য বিবাহ নিরোধ আইনে ভ্রাম্যমাণ আদালতে কাহালু সদর ইউনিয়নের কাজী আব্দুল গফুরকে ১০ মাস, বর মোমিন মন্ডলকে ৬ মাস ও কনের ফুফা রফিকুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়।
সচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ এবং ভ্রম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: রিদওয়ানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুর রশিদ লালু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা, বগুড়া সেনাবাহিনীর ক্যাপ্টেন মাহথির,
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আমবার হোসেন, বর্ডার গার্ড বাংলাদেশ নওগাঁর নায়েক সুবেদার আবু জামান, কাহালু থানার সেকেন্ড অফিসার মো: আবু শাহিন কাদির, মাহাবুব আলম, মহিউদ্দিন, এসআই মেহেদী হাসান, রেজাউল করিম, মুকুল চন্দ্র বর্মন, খোকন চন্দ্র ভৌমিক সহ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো: মাছুদুর রহমান জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে সকাল থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।