এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার কাহালুর পাইকড় ইউনিয়ন পরিষদে ঈদুল আযহা উপলক্ষে ১ হাজার ৭৬০ জন দুঃস্থ অসহায় মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে চাল বিতরণের উদ্বোধন করেন পাইকড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাইকড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিটু চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও কাহালু উপজেলা সহকারি পল্লী উন্নয়ন অফিসার মো: আব্দুর রহিম, পাইকড় ইউপি সচিব তাজুল ইসলাম, ইউপি সদস্য জাকিয়া সুলতানা মিষ্টি, আঞ্জুয়ারা বেগম, শেফালী বেগম, হাফিজার রহমান বোস্তামী, সোলাইমান আলী, ওমর আলী, সৈয়দ আলী, ছরওয়ার কাজী প্রমূখ।