স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার শাজাহানপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে ৩৪০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
গ্রেপ্তারকৃতরা হলো- বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন মুসুরিয়া গ্রামের আলাউদ্দিন মল্লিকের ছেলে রবিউল ইসলাম (২৬) ও রংপুর জেলার পীরগাছা থানাথীন পাইটকাপাড়া এলাকার মৃত আব্দুল রহিমের ছেলে সাখাওয়াত হোসেন (২৭)।
বৃহস্পতিবার (১৫ জুলাই) র্যাব-১২ বগুড়ার ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, রংপুর থেকে ঢাকা অভিমুখে পিকআপের মধ্যে অভিনব কায়দায় লুকানো একটি বড় মাদকের চালান বগুড়ায় আসছে এমন সংবাদের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুর থানাধীন বি-ব্লক এলাকায় একটি বিশেষ মাদক বিরোধী চেকপোষ্ট স্থাপন করা হয়।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে একটি পিকআপ গাড়ী (ঢাকা মেট্রো-ন-১৯-০১৮৪) আটক করে তল্লাশী চালিয়ে ৩৪০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন, ২টি সীমকার্ড এবং নগদ ৪ হাজার টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাদকদ্রব্য সহ ফেন্সিডিলের বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়েরের পর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।