এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ফাজিল ২য় বর্ষের ছাত্র ও কাহালু সদর ইউনিয়নের কচুয়া গ্রামের সাদিকুল ইসলামকে (ক্যান্সার রোগী) এককালিন নগদ ১০ হাজার টাকা প্রদান করেন কাহালুর উত্তরসূরী গ্রুপ (একটি স্বেচ্ছাসেবী সংগঠন) নামে একটি সংগঠন।
শুক্রবার (১৬ জুলাই) বিকেলে উক্ত টাকা প্রদান করেন কাহালুর উত্তরসূরী গ্রুপের সভাপতি ও এডমিন আতিক মাহমুদ সহ গ্রুপের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য যে, কাহালুর উত্তরসূরী গ্রুপের এডমিন ফেসবুক গ্রুপে ছেলেটির চিকিৎসার জন্য অর্থের আবেদন করলে কাহালুর প্রশাসন, সর্বসাধারণ লোক ও প্রবাসী কিছু ব্যক্তির থেকে উক্ত অর্থ সংগ্রহ করা হয়।