বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১০ জন। গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এছাড়া করোনা ভাইরাসে জেলায় নতুন করে আরও ১৮০ জন আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (১৬ জুলাই) সকালে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সাজ্জাদ-উল-হক এসব তথ্য নিশ্চিত করেছন।
করোনায় মারা যাওয়া ৩ জন হলেন, বগুড়া সদরের হাফিজার রহমান (৬৭) ও পারভীন (৪৬) এবং আদমদীঘির সান্তাহারের জহুরুল ইসলাম (৬৫)।
অপরদিকে, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে করোনা উপসর্গে আরো ১০ জন মারা গেছেন বলে জানিয়েছেন ডা: সাজ্জাদ-উল-হক।