বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১২ জন। গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
রোববার (১৮ জুলাই) সকালে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
করোনায় মারা যাওয়া ৭ জন হলেন, বগুড়ার কাহালু উপজেলার ফাতেমা বেগম (৫৫), বগুড়া সদরের ইজাজুল (৬৮), লতিফপুর এলাকার আজিজুল (৮২), সদরের আনোয়ার হোসেন (৬৮), সদরের রাজিয়া (৬০), সারিয়াকান্দির নূর জাহান (৬১) এবং সদরের সাহেরা বেগম (৪০)।
এছাড়া বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে করোনা উপসর্গে আরও ১২ জন মারা গেছেন।
ডা: তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৬১৫ টি নমুনা পরীক্ষায় ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত এই জেলায় মোট ১৭ হাজার ৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪৩৯ জন এবং ৫০৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২ হাজার ১৩১ জন চিকিৎসাধীন রয়েছেন।