বগুড়া প্রতিনিধি :
বগুড়া সদরের মাটিডালি মোড় এলাকার গোধূলী আবাসিক হোটেলে অসামাজিক কাজে জড়িত থাকার অপরাধে ৭ নারী ও ৫ পুরুষকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
শনিবার (১৭ জুলাই) সরকারী জরুরী নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, সারিয়াকান্দি উপজেলার বাঁশগাড়ী এলাকার রেজাউল ইসলামের মেয়ে বৃষ্টি আকতার (২১), দিনাজপুরের ফুলবাড়ীর থানাধীন অনন্তপুর এলাকার মৃত আবুল কাশেমের মেয়ে কথা আকতার (২৫), মানিকগঞ্জের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে নদী আকতার (২৩), নন্দীগ্রামের বর্ষণ গ্রামের রেহেনা খাতুন (৩৫), নারায়নগঞ্জের এ্যাপোলোর স্ত্রী মারিয়া আক্তার (২৫), গাবতলীর সরিষাবাটির আব্দুস সালেকের মেয়ে আখী আকতার (১৮),
শাজাহানপুরের মাঝিড়া বানিহাটি এলাকার সাইদুল ইসলামের মেয়ে সুমাইয়া আকতার (২২), কাহালুর ওলাহালী এলাকার মৃত আফছার আলীর ছেলে জিয়াউর রহমান (২৮), শিবগঞ্জের ছোট বেলঘরিয়ার মৃত হামছের আলীর ছেলে ইব্রাহীম হোসেন (৪২), ধুনট উপজেলার বিশ্বগাছা এলাকার রবিউল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (২৩), গাবতলীর হোসেনপুরের আমিনুল ইসলামের ছেলে রহিম (২০), বগুড়া সদরের বৌ-বাজারের মৃত নাছির উদ্দিনের ছেলে খোরশেদ আলম (৫৩)।
বগুড়া সদর থানার এসআই ওসমান আলী জানান, সরকারী জরুরী নম্বর ‘৯৯৯’ থেকে ফোন পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে বগুড়া শহরতলীর মাটিডালির গোধুলী আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কাজে লিপ্ত থাকায় ৭ নারী ও ৫ পুরুষকে গ্রেফতার করা হয়।
এদিকে অভিযানের সংবাদ পেয়ে হোটেলের ম্যানেজার পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।