শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
বৈশ্বিক মহামারি করোনার ২য় ঢেউ মোকাবেলায় কর্মহীন নৌকা শ্রমিক, নৌকা চালক, নৌকার মাঝি, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী, অসহায় ও হতদরিদ্র ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ জুলাই) দুপুরে কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম শাহাআলম মোল্লা সহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, করোনার ২য় ধাপে ৫০০ পরিবারের মাঝে সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবন ও ৫০০ গ্রাম সেমাই বিতরণ করা হয়।