জাফরুল সাদিক, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভেলাবাড়ী ইউনিয়নের ১ হাজার ২৯ জন দুস্থ মানুষের মাঝে ভিজিএফ এর চাল এবং ২০০ জনকে ৫০০ টাকা করে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১৯ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল উদ্দীনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাংসদ পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ সাখাৎয়াত হোসেন সজল, উপজেলা সহকারি কমিশনার ভূমি দেওয়ান একরামুল হক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম প্রমুখ।