বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ৭ জন এবং করোনা উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
সোমবার (১৯ জুলাই) সকালে এক অনলাইন ব্রিফিংয়ে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন এতথ্য নিশ্চিত করেন।
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৭ জন হলেন, বগুড়া সদরের নুরুল ইসলাম (৪৩), নাসির আকন্দ (৬৮) ও রাকা (৫৫), দুপচাঁচিয়া উপজেলার মিলন আরা (৩৬), শাজাহানপুর উপজেলার মাকসুদুর রহমান (৫৫), আদমদীঘি উপজেলার জিল্লুর রহমান (৫৩) ও সারিয়াকান্দি উপজেলার আব্দুল কুদ্দুস (৮০)।
এছাড়া বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও ১০ জন মারা গেছেন।
ডা: তুহিন জানান, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৪৯৪টি নমুনা পরীক্ষায় ১৬৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি আরো জানান, এই জেলায় এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৭ হাজার ২৪৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬০৯ জন এবং ৫১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২ হাজার ১২৩ জন চিকিৎসাধীন রয়েছেন।