স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ জাহিদুল ইসলাম জাহিদ (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত ওই মাদক ব্যবসায়ী ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের পাঁচথুপি গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে।
বগুড়া ডিবির ইনচার্জ আব্দুর রাজ্জাক এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।
রবিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট উপজেলার ভূবনগাতী জাঙ্গালপাড়া চারমাথা বাজারের পাকা রাস্তার উপর থেকে এক কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী জাহিদুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।