সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় ১ হাজার ৫৪০ দুস্থ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ জুলাই) পৌরসভা চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি বরাদ্দে ১ হাজার ৫৪০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কৃষ্ণা তরফদার, পৌর কাউন্সিলর আবু সাঈদ, রুহুল আমিন সরকার, খ.ম শামীম, আবুল কালাম আজাদ, রবিউল ইসলাম, শাহাদত হোসেন, নারী কাউন্সিলর মিনেরা বেগম, ওলেদা বেগম, সামছুন্নাহার বেগম, পৌরসভার কর্মকর্তা বদিউজ্জামান, শ্যামল চন্দ্র প্রমুখ।