স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি পশ্চিমপাড়া এলাকায় ফুটবল টূর্নামেন্টের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। টূর্ণামেন্টে ওই ইউনিয়নের ক্ষুদ্র পিরহাটির আরএস স্পোটিং ক্লাবকে হারিয়ে একই ইউনিয়নের এমএল স্পোটিং ক্লাব বিজয়ী হয়।
বৃহস্পতিবার (২২ জুলাই) সন্ধ্যায় প্রতিযোগিতায় বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আফসার আলী, আওয়ামীলীগ নেতা প্রভাষক ফরিদ উদ্দিন, মথুরাপুর ইউপি চেয়ারম্যান হারুন-অর রশিদ সেলিম, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজার, বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমূখ।
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি পশ্চিমপাড়া এলাকায় ফুটবল টূর্নামেন্টের চুড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি।