বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জন এবং উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম আকরাম হোসেন (৬৬)। তিনি শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।
শুক্রবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক এক অনলাইন ব্রিফিংয়ে এ সব তথ্য জানান।
ডা. সাজ্জাদ জানান, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় বগুড়া জেলায় দুইটি পিসিআর ল্যাবে ২১৫ জনের নমুনায় নতুন করে আরও ৮৪ জন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) এর পিসিআর ল্যাবে ১৮৮ নমুনায় ৬৯ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৭ জনের নমুনায় ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
এদের মধ্যে বগুড়া সদরের ৬০ জন, দুপচাঁচিয়ায় ৮ জন, ধুনটে ৬ জন, সোনাতলায় ৩ জন, আদমদীঘি ২ জন, কাহালুতে ২ জন, শিবগঞ্জ, শেরপুর ও নন্দীগ্রামে একজন করে করোনা পজেটিভ হয়েছেন। এছাড়া একই সময়ে ১৮২ জন সুস্থ হয়েছেন।
ডা. সাজ্জাদ আরো জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৭ হাজার ৭০৮ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ২৮৬জন এবং মারা গেছে ৫২৭ জন। এছাড়া জেলায় ১ হাজার ৯৫ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।